• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপে লজ্জার রেকর্ড ভারতের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৪:১১ পিএম
বিশ্বকাপে লজ্জার রেকর্ড ভারতের 

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় সেমি ফাইনালে স্বপ্ন ফিকে হতে চলছে বিরাট কোহলির দলের। এমনকি বাকি তিন ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের উপর। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে এক লজ্জার রেকর্ড গড়েছে ভারত। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। শুরুতেই কিউই বোলারদের দাপড়ে চাপে পড়ে ভারতের ওপেনাররা। ফলে পরের দিকে ব্যাটসম্যানরা এসে কিউই বোলারদের উপর ছড়ি ঘোরাতে পারেনি। তাই বড় স্কোরও হয়নি ভারতের। নির্ধারিত ২০ ওভারে ১১০ রান করতে পারে ভারত। ব্যাটারদের ব্যর্থতার কারণে লজ্জার এক রেকর্ড গড়েছে ভারত। টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড করেছে কোহলীরা। 

এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ভারতের। ঢাকায় অনুষ্ঠিত হওয়া সে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ১৩০ রান করেছিল ভারত। 

বিশ্বকাপে গ্রুপ-২ তে তিন ম্যাচের তিনটিতেই জিতে টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান। তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জিতে আফগানিস্তান। দুই ম্যাচ খেলে একটিতে জিতেছে নিউজিল্যান্ড। এছাড়া একটি জয় আছে নামিবিয়ার। অপরদিকে এখনও জয়ের খোঁজে ভারত। 

Link copied!